রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা ক্লাবে𓃲র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ২০২২-২৩ মৌসুম পর্যন্ত মাদ্রিদের হয়ে খেলার চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। ক্লাবের নতুন কোচ কার্লো আনসেলোত্তির অধীনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্স জাতীয় দলের এ খেলোয়াড় গত তিন মৌসুম ধর🍸েই ক্লাবের হয়ে লিগে সর্বোচ্চ গোল করেছেন। নতুন মৌসুমেও দুইটি গোল করেছেন তিনি। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও দুর্দান্ত সময় কাটাচ্ছে▨ন তিনি। ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড দেশের হয়ে ইউরো-২০২০ এ চারটি গোল করেছেন।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, "রিয়াল মাদ্রিদ ও 🉐করিম বেনজেমা চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সম্মত হয়েছেন। আগামী দুই মৌসুমে তিনি এই ক্লাবেই থাকবেন। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত তার মেয়াদ থাকবে।"
কয়েকটি স্প্যানিশ সংবাদ🌱মাধ্যমে প্রকাশিত হয়েছে যে, বেনজেমার রিলিজ ক্লজ ধর🅺া হয়েছে ৮৫৭ মিলিয়ন ইউরো।
বেনজেমা র🎃িয়াল মাদ্রিদের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। এই মৌসুমে যদি গোলের ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল গঞ্জালেসকে টপকে সেরা তিনে চলে যাবেন তিনি।
ক্লাবের হয়��ে ৫৬০ ম্যা🍨চে ২৮১ গোল করেছেন বেনজেমা।
মৌসুমের প্রথম ম্যাচে আলဣাভেজকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ২৯ আগস্ট রিয়াম💛 বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।